নারীকে জোর পূর্বক তুলে নেয়ার অভিযোগ এস আইয়ের বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:৪২:২৭ অপরাহ্ন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদের মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়ফুন বেগম (৩০) নামে এক নারী আহত হয়েছেন। আহত নারীর অভিযোগ এসআই আব্দুল ওয়াদুদ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিলেন।
গত রোববার সন্ধ্যা সাতটার দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আয়ফুন বেগম হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের পাশে আয়ফুন বেগম ও এসআই ওয়াদুদের মধ্যে ঝগড়া হতে দেখা যায়। পরে তারা দু’জন মোটর সাইকেলযোগে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিলেন। জলসুখা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এলাকায় পৌঁছলে আয়ফুন বেগম চিৎকার করতে থাকেন।
এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
রাত ১২টায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পুলিশ প্রহরায় তাকে চিকিৎসা নিতে দেখা যায়। এসময় তিনি জানান, এসআই ওয়াদুদ নবীগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় জায়গা সংক্রান্ত বিভিন্ন মামলার কাজ করে দেয়ার জন্য তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নেন। সম্প্রতি দেখা করতে চাইলে তিনি কর্মস্থলে নেই বলে মিথ্যা বলেন। পরে আয়ফুন আজমিরীগঞ্জে গেলে এসআই ওয়াদুদ জোরপূর্বক মোটরসাইকেলে তুলে বেপরোয়া গতিতে চালালে দুর্ঘটনায় তিনি আহত হন।
আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, এসআই ওয়াদুদ মোটরসাইকেল থেকে পড়ে এক নারীসহ আহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।