শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট সিলেট পর্বের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:৪৪:৪৩ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : ‘শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ সিলেট পর্বের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সিলেট পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবজিৎ সিনহা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও ফিন্যান্স কমিটির সদস্য সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর সিনিয়র এক্সিকিউটিভ ও বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সমন্বয়কারী শাফাক আল জাবির, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচ একেএম মাহমুদ ইমন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক প্রমুখ।
সিলেট পর্বে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ নর্থ ও ঢাকা মেট্রো এই পাঁচটি দল অংশগ্রহণ করছে।