আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য হলেন জেবুন্নেসা হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৮:৫৩:০২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা জেবুন্নেছা হক এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাত্রলীগের বৃহত্তর সিলেট জেলা শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ – ২০০১ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেসা হক নারী জাগরণে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ২০১২ সালে বেগম রোকেয়া পদক ও ২০২২ সালে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হন।