বিশ্বনাথে প্রেসক্লাব ভবন ও পাঠাগার স্থাপনে মেয়রের উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৭:০০:২০ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ পৌরশহরে স্থায়ীভাবে প্রেসক্লাব ভবন ও পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান। একই সাথে সকল সাংবাদিকদের মধ্যে বিরোধ নিরসনকল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনেরও উদ্যোগ নিয়েছেন মেয়র। এ লক্ষ্যে গত রোববার মেয়রের বাসভবনে উপজেলায় বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, বিশিষ্ট লেখক মুহিবুর রহমান কিরণ, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মোহাম্মদ জামালউদ্দিন, মোসাদ্দিক হোসেন সাজুল, তজম্মুল আলী রাজু, নাজমুল ইসলাম মকবুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, টুনু তালুকদার, এমদাদুর রহমান মিলাদ, অসিত রঞ্জন দেব, সাইফুল ইসলাম বেগ, আব্বাস হোসেন ইমরান, কামাল মুন্না, পাভেল সামাদ, জামাল মিয়া, নবীন সুহেল, আব্দুস সালাম, আখতার আহমদ সাহেদ, কামরুল আশিকী, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী প্রমুখ। সভায় প্রেসক্লাব ভবনের স্থান নির্বাচন করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। পাশাপাশি সকল সাংবাদিকদের মধ্যে বিরোধ নিরসনকল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মেয়র মুহিবুর রহমান তাঁর নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন বিএসসি, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাক এর সহকারী সম্পাদক আব্দুস সবুর মাখন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক প্রভাষক মুহিবুর রহমান কিরণ, সাংবাদিক ও কলামিস্ট সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। কমিটিসমূহকে সার্বিক সহযোগিতার জন্য বিশ্বনাথ পৌরবাসী তথা উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।