নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির আহবায়কের শুভেচ্ছা বিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৬:২৮:০২ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাদ আসর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, আহবায়কের আমন্ত্রণে আজকের এই উপস্থিতিতে সকলে আনন্দিত। তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর এই উদ্যোগকে তারা স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন ‘মহানগর বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার একটি সুপ্ত বাসনা আমার মনে ছিল। কিন্তু সহজভাবে কখনো তা প্রকাশ করতে পারেননি। কিন্তু আজকে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। জীবনের এই মুহূর্তে এসে আপনাদের এমন ভালোবাসাই আমার রাজনীতিতে অন্যতম প্রাপ্তি।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিঠু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহাঙ্গীর খান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ মনজুরুল হাসান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আক্তার রশীদ চৌধুরী। ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাহেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মুরাদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালিক শাকু, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান প্রমুখ।-বিজ্ঞপ্তি