জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৬:২৯:৫৫ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিকাল সোয়া ৪টায় তাঁর গ্রামের বাড়ি শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। এরপূর্বে সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর নাইওরপুর জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ জগন্নাথপুর উপজেলা সদরে নিয়ে আসা হবে। বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষ প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মরদেহ গ্রামের বাড়ী শ্রীরামসীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল সোয়া ৪টায় শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে গত সোমবার রাত সাড়ে ১২ টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে গত মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ সিলেট শহরে নিয়ে আসা হয়। এদিকে, জগন্নাথপুরের জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ আকমল হোসেনের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা সমিতি : এদিকে, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের উপদেষ্টা, জগন্নাথপুর যুব কল্যাণ সমিতি সিলেটের আজীবন সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বসর, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জগন্নাথপুর যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।