চুনারুঘাটে হ্যান্ড গ্রেনেড উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৬:৪১:০২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানাপুলিশ। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
জানা গেছে, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মাওলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কাজ করতে গেলে হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানাপুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার এসআই মোশাহিদুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। এটি নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। এই রিপোর্ট লেখা আগ পর্যন্ত গ্রেনেড নিষ্ক্রিয়তা প্রক্রিয়া চলছিল।