দৈনিক সিলেটের ডাক-এ প্রতিবেদন প্রকাশের পর পুল ভাঙ্গা সাময়িক বন্ধ
ঐতিহ্যবাহী দেওয়ানের পুল ভাঙ্গা সাময়িক বন্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৯:৫৫:৪৫ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ ‘গোলাপগঞ্জে ভেঙ্গে ফেলা হচ্ছে মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন দেওয়ানের পুল’-শিরোনামে গত মঙ্গলবার দৈনিক সিলেটের ডাক-এ একটি প্রতিবেদন প্রকাশের পর পুল ভাঙ্গা সাময়িক বন্ধ রেখেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
পত্রিকায় খবরটি প্রকাশের পর সেতুটি রক্ষায় প্রতিবাদী হয়ে উঠেন এলাকার ঐতিহ্য সচেতন ব্যক্তিবর্গ। স্থানীয় জনসাধারণ ও সুধীজনদের দাবির প্রেক্ষিতে পুলটি ভাঙ্গা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গোলাপগঞ্জে মুঘল স্থাপত্যের নিদর্শন দেওয়ানের পুল ভাঙ্গার প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে গতকাল বুধবার দুপুরে সেখানে একটি প্রতিনিধি দল গমন করে । এ সময় তাদের বাধা দানের প্রেক্ষিতে সাময়িক বন্ধ রাখে ঠিকাদারের লোকজন। বাংলাদেশ প্রত্ন অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ আলী, ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ ট্রাস্ট সিলেটের প্রেসিডেন্ট ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সেক্রেটারি আব্দুল করিম কিম, সুপ্রিমকোর্ট আইনজীবী গোলাম সোবহান চৌধুরী সহ এলাকার বিশিষ্টজন সেখানে ছুটে যান।
সরেজমিনে পরিদর্শনকালে তারা সংশ্লিষ্টদের জানান, এ বিষয়ে বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অবগত হয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা সাইড ইঞ্জিনিয়ারের মাধ্যমে এলজিইডির নির্বাহী প্রকৗশলীর সঙ্গে কথা বলে প্রাচীন এ স্থাপত্য নিদর্শন ভাঙ্গা বন্ধ করার দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে ভাঙার কাজটি সাময়িক বন্ধ রাখা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য মতে, তারা চলে যাওয়ার পর আরো দ্রুত ভাঙ্গার কাজ শুরু করে ঠিকাদারের লোকজন। পরে স্থানীয় সুধীজনও ভাঙ্গার প্রতিবাদ করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সিলেটের ডাককে জানান, স্থানীয় জনসাধারণ ও সুধীজনের দাবির প্রেক্ষিতে পুল ভাঙ্গার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।