পোশাক আসাকে ভদ্রলোক তল্লাশি করে মিলল গাঁজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:৩৩:৩৩ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পোশাক আসাকে ভদ্রলোক, গায়ে কোট পাঞ্জাবী, কসটেপ দিয়ে শরীরে গাঁজা ফিটিং করে পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছে আরজু মিয়া (৬৫)। গতকাল রোববার সকালে পুরাতন ঢাকা-সিলেট মন্দারবাড়ি এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আরজু উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব জানান, একটি অটোরিক্সা যোগে আরজু মিয়া গায়ে কোট পড়ে পোশাক আসাকে ভদ্রলোক সেজে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহ হলে এএসআই মোবারকসহ মহাসড়কের মন্দারবাড়ি এলাকায় গতকাল রোববার সকালে অটোরিক্সাটি আটক করেন। আর আরজু মিয়ার গন্তব্য জানতে চাইলে সে বিচলিত হয়। পরে তার দেহ তল্লাশি করে পায়ে এবং বুকে কসটেপ দিয়ে মোড়ানো ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই অনিক বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন।