সিলেট মহানগর বিএনপির পদযাত্রা রোববার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:০০:১৯ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেট মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি আগামী ২৮ মে রোববার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে। এতে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথাসময়ে উপস্থিত থেকে পদযাত্রা কর্মসূচিকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি