আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৪১:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন।
আমনাউল্লাহর সহকারী বশিরুল আলম টিটু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
টিটু জানান, বিকেলে রাজধানীর কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালে আমানউল্লাহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তার সহকারী। বিএনপির এই নেতা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।