কোম্পানীগঞ্জে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৩:২৩:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে হাওরে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সকাল সোয়া ৬টার দিকে লম্বাকান্দি গ্রামের দক্ষিণে ধুলিয়া সাতবিলা হাওরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফরিদ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র। তিনি ছাতক উপজেলার ইছামতী নদীতে চুনাপাথর শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।
এ বিষয়ে লম্বাকান্দি গ্রামের ইকরামুল হক, জব্বার খান, শফিকুল ইসলাম ও কালা মিয়া জানান, লম্বাকান্দি ও ধুপড়িয়াকান্দির ৪৫ জন পাথর শ্রমিক নিয়ে ভোরে একটি নৌকা করে ছাতক উপজেলার ইছামতী নদীতে যাচ্ছিলেন। লম্বাকান্দি গ্রামের দক্ষিণে ধুলিয়া সাতবিলা হাওরের বেড়িবাঁধের নিকটে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাস ও ¯্রােতের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠলেও ফরিদ মিয়া তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া জানান, ফরিদসহ নৌকায় যারা ছিলেন, তারা সবাই শ্রমজীবী মানুষ। তারা ইছামতী নদীতে চুনাপাথর শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন।
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েছে। অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
এ বিষয়ে সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়। দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।