বিয়ানীবাজারে ৬ ঘন্টার ব্যবধানে ফুলকলি ও পিউরিয়ায় অগ্নিকান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৩:১১:০৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) থেকে সংবাদদাতা : মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বিয়ানীবাজার পৌরশহরের পৃথক দুটি অভিজাত মিষ্টিঘরসহ ৫-৬ দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময় পৌরশহরের উত্তর বাজারস্থ ফুলকলিতে এবং গতকাল রোববার ভোররাতে দক্ষিবাজারস্থ পিউরিয়াসহ ৬টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ৬ ঘন্টার ব্যবধানে একই ধরনের পৃথক পৃথক স্থানে দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তবে, প্রাাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ঘটতে পারে।
গতকাল রোববার রাতে হঠাৎ বিয়ানীবাজার উত্তরবাজার ফুলকলিতে অগ্নিকান্ডের ঘটনার ত্রিশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভোরের আলো ফোটার সাথে সাথে এবার দক্ষিণ বাজারস্থ পিউরিয়া থেকে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো শহর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও আজির প্লাজার ব্যবসায়ীদের অন্তত ৬টি মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার ভোরে পৌরশহরের আজির মার্কেটে অবস্থিত পিউরিয়ার পাশে ধোঁয়া দেখতে পান। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের জুতা ও কাপড়ের দোকানেও। এ সময় মাকের্টের পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলও পুড়ে যায়। প্রথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত না হওয়া গেলেও ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই এখানেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পুড়ে যাওয়া মোটর সাইকেলের মালিক ব্যবসায়ী অলিউর রহমান বলেন, ভোরে আগুনের খবর পেয়ে ছুটে আসি। আমার দোকান কয়েক কদম দূরে থাকায় আগুনে কিছু হয়নি। তবে মার্কেটে থাকা তার মোটর সাইকেলটি আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানান তিনি।
বিয়ানীবাজারের ফায়ার সার্ভিসের ইনচার্জ দীলিপ চন্দ্র বৈদ্য বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এই অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকান্ডের ঘটনায় কোনো নাশকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অধিকতর তদন্তে এরকম কিছু থাকলে বেরিয়ে আসবে।