বিদ্যালয়ে শৌচাগার না থাকায় বিড়ম্বনার শিকার শিক্ষক-শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১২:৩৭:৩০ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) মো. আবু হেনা : আজমিরীগঞ্জ উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্বাস্থ্য সম্মত শৌচাগার। এসব বিদ্যালয়ের ১২’শ ২৫ জন শিক্ষার্থী ও ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা বিড়ম্বনার শিকার হচ্ছেন। শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিভিন্ন বাড়িতে আর শিক্ষার্থীরা প্রাকৃতিক কাজ চেপে রেখে স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে সারতে হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৬৫টি স্কুলের মধ্যে শুক্রিবাড়ি, পাহাড়পুর, উদয়পুর, সাহনগর (২ নম্বর), রামনাথ ও উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নেই দীর্ঘদিন ধরে।
সাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিউলী রাণী রায় জানান, তাদের বিদ্যালয়ে শৌচাগার নেই দীর্ঘদিন ধরে। অস্থায়ীভাবে কোন রকম রিং দিয়ে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে তাও অস্বাস্থ্যকর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাদের বিদ্যালয়ে শৌচাগার না থাকায় প্রথমে বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে অনেক ধরণের কটু কথা শুনতে হয়েছে। পরবর্তিতে স্কুলে রিং দিয়ে ছোট আকারে টিনশেড টয়লেট নির্মাণ করে সেটার মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীদের
প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।
সাহনগর ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্কুলে টয়লেট স্বাস্থ্য সম্মত না হওয়ায় মাঝে মধ্যে পায়খানা-প্র¯্রাব ধরলেও চাইপ্পা রাহি। পরে বাড়ি গিয়া করি। মাঝে মধ্যে তলপেডে ব্যথা অয়।
শুক্রিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার স্কুলের নতুন ভবন নির্মাণ করার পর থেকেই টয়লেট সমস্যায় ভুগছে। প্রথমে স্কুল সংলগ্ন বিভিন্ন বাড়িতে গিয়ে প্রাকৃতিক কাজ সারছেন শিক্ষক শিক্ষার্থীরা। পরবর্তীতে অস্থায়ীভাবে অস্বাস্থ্যকর একটি টয়লেট নির্মাণ করেছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, সময়মতো মলত্যাগ না করলে কোষ্ঠকাঠিন্য হয়। প্র¯্রাব না করে তা চেপে রাখলে মূত্রতন্ত্রে সংক্রমণ হতে পারে। এতে কিডনি বিকল হয়ে জীবনহানির শঙ্কা রয়েছে। এছাড়া লেখাপড়ারও অমনযোগি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান জানান, যেসব বিদ্যালয়ের শৌচাগার নষ্ট বা নেই, সেগুলোর তালিকা করে জনস্বাস্থ্যে প্রেরণ করা হয়েছে।