বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে — প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৫:০২:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চাইলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমেদ। তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। নিজের জীবন বিপন্ন করে মানুষের দুঃখ-দুর্দশা ঘুচাতে আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন আপসহীন নেতা। আজকের এই শোকের দিনে শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ মন্ত্রীর হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।
এর আগে তিনি ইমরান আহমেদ কারিগরি কলেজ, ছাতক-কোম্পানীগঞ্জ সড়কসহ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।