বৃষ্টির বাগড়া
রিজার্ভ ডে’তে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২:৪৯:৫০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে তান্ডব চালায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। ভারত যখন ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তখনই অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি। একাধিকবার বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় খেলা গড়ায় রিজার্ভ ডে’তে। নিয়ম অনুযায়ী খেলা যেখানে শেষ হয়েছে আজ সোমবার সেখান থেকেই শুরু হবে ভারতের ব্যাটিং।
গতকাল রোববার এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারতীয় দল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভালো ভাবেই মোকাবেলা করতে থাকেন পাকিস্তানী বলারদের। শুভমান স্বভাবজাত আগ্রাসী ব্যাটিংয়ে ৩৭ বলের
মোকাবিলায় ফিফটি তুলে নেন। ১৩তম ওভারে পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন রোহিত। শাদাবের পরের ওভারে ফের স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন রোহিত। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তুলে নেন ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে ফিফটি। এরপরই শাদাবকে ছক্কা হাঁকাতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ধরা পড়েন রোহিত। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন তিনি। রোহিতের মতো শুভমান ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেনি। শাহিনের অফ কাটারের ফাঁদে পড়ে আগা
সালমানের হাতে ক্যাচ দেন তিনি। এর আগে ৫২ বলে ১০ চারে ৫৮ রান জমা করেন ডানহাতি এই ওপেনার। দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন ইনজুরি কাটিয়ে ফেরা লোকেশ রাহুল ও অভিজ্ঞ বিরাট কোহলি। কিন্তু দুজনের জুটি জমে ওঠার আগেই ২৪তম ওভার চলার সময় ঝুম বৃষ্টি নামে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। পুরো মাঠ ঢেকে দেওয়া হয় কভার দিয়ে। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বাংলাদেশ সময় রাত ৯টার দিকে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। তবে সমর্থকদের হতাশ হওয়ার করণ নেই। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য আছে রিজার্ভ ডে। অর্থ্যাৎ খেলা যেখানে থেমেছে আজ সেখান থেকেই শুরু হবে পুরো ৫০ ওভারের ম্যাচ।