গোয়াইনঘাটের রাধানগর বাজারে অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৩:০৬:৪০ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা ৪০ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলো হলো লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং-এর দোকান, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন।
অপরদিকে, ভিত্রিখেল গ্রামের হাজী মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের পাকা দেয়ালের টিন সেড ঘর, ডেকোরেশন দোকান ও ওয়ার্কশপসহ ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ১২ লাখ টাকা।
সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। লোকজন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।