সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৫:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সাড়ে ৩ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এর আগে বিকেল ৫ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ইঞ্জিন (লোকোমেটিভ) বিকল হয়ে পড়লে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেল যোগাযোগ স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে বিকল হওয়া ওয়াগন ট্রেনটি বিকল্প একটি লোকোমেটিভ ইঞ্জিন দিয়ে রাত ৮ টা ২০ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশনে আনা হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়া সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আখাউড়া থেকে ছেড়ে আসা পিটি -২ নামের একটি খালি ওয়াগন ট্রেন লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন (লোকোমেটিভ) বিকল হয়ে পড়লে ট্রেনটি আটকে পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।