স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে চা-শ্রমিকদের পরিবারে ছাগল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫১:৪১ অপরাহ্ন
স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে চা-শ্রমিকদের পরিবারে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের মালনীছড়া চা-বাগানের হিলিয়াছড়া মুসলিম পাড়ায় সাতটি চা-শ্রমিক পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করা হয়।
স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রাফাত হুমায়ূন, রুকন খান, ফিদা হাসান ও রেজাউল হক, হিলিয়াছড়া
এলাকার মুরব্বি মোস্তফা কামাল, হিলিয়াছড়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা জালাল উদ্দীন প্রমুখ। সভাপতির বক্তব্যে হাফেজ জামিল আহমদ চৌধুরী বলেন, দেশী ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সাহায্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় অভাবগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী আয়ের উৎস হিসেবে এ গবাদি পশু দান করা হচ্ছে। তিনি সংস্থার দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি