সিলেটে সেমিনারে বিচারপতি নিজামুল হক
আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫২:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
গত শনিবার সিলেটে ‘আইনের শাসন, আইনজীবী এবং পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা’-শীর্ষক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলরোডস্থ একটি হোটেলে এই সেমিনারে আয়োজন করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সিলেট। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাস। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবী হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন-গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। সেমিনার পেপার উপস্থাপন করেন সিলেট জজ কোর্ট’র জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মনির আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এধরণের সেমিনার আয়োজন পেশাগত মান-মর্যাদা ও উৎকর্ষ সাধনে খুবই গুরুত্বপূর্ণ। আইনজীবীগণ আইনের শাসন কায়েমে অপরিহার্য অনুষঙ্গ। আইনজীবীদের পেশায় মনোনিবেশ করতে হবে, গরীব মানুষের মামলা বিনা ফিতেও করতে হবে। কখনো যাতে কোন মানুষ টাকার অভাবে মামলা চালাতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক আইনজীবীকে কিছু কিছু মামলা বিনা পয়সায়, বিশেষ করে গরীব-অসহায় মানুষের মামলা চালাতে হবে। দলাদলি পরিহার করে আইনের শাসন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
আলোচনায় অংশ নেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর প্রখ্যাত আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুনামগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি রবিউল লেইস রোকেশ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-হিয়া চৌধুরী সুহেল, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী হুমায়ূন কবীর, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সংগঠক এনাম আহমদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি মৌলভীবাজারের পক্ষে মো. মাসুক মিয়া, গণতান্ত্রিক আইনজীবী হবিগঞ্জের পক্ষ থেকে প্রখ্যাত আয়কর আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপন ও আয়কর আইনজীবী মোস্তাকিম আহম্মদ কাওছার। সেমিনারে সিলেট বিভাগের ষাটজন আইনজীবী অংশ নেন।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কর আইনজীবী সমর বিজয় সী শেখর, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. সলমান উদ্দিন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল তুহিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী দিদার আহমদ প্রমুখ।