চুরি যাওয়া মিশুক উদ্ধার
জগন্নাথপুরে গরু চোরসহ গ্রেফতার ৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১:০১:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে গত দুই দিনে পৃথক দুটি মামলায় ৭ চোরকে গ্রেফতারসহ চুরি যাওয়া ব্যাটারিচালিত যান মিশুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মিশুক চুরির মামলায় ৪ চোরকে এবং গত রোববার গরু চুরির মামলায় গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০), নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া (৩০), সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫), উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে আঞ্জু মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার এনায়েতনগর এলাকার মিশুক চালক তাওহিদ মিয়ার গাড়িটি জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের সামনে থেকে চুরি হয়। পরে তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শামছুল আরেফীন জানান, মিশুক চুরির ঘটনায় রানীগঞ্জ সেতুর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে গত রোববার রাতে মোহন নামের চোরকে আটক করি। পরে তার তথ্যমতে অপর তিন চোরকে গ্রেফতারসহ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- সুমন মিয়া, জিয়াউর রহমান জিয়া, মোহন আহমদ ও দুলন মিয়া।
এদিকে, গত ১০ জানুয়ারি রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের তফজ্জুল হকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তফজ্জুল হক বাদী হয়ে গত রোববার ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই মামলার তিন আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তারা হলো বাচ্চু মিয়া, আঞ্জু মিয়া ও সাদিক মিয়া।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত দুই দিনে পৃথক দুটি চুরির ঘটনায় ৭ চোরকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারসহ চুরি যাওয়া গরু উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।