মামলায় ১১ আসামী
বিয়ানীবাজারে চিনি ছিনতাই কান্ডে গ্রেফতার ২, উদ্ধার ৮০ বস্তা, পিকআপ জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ৩:৩৭:৫৩ অপরাহ্ন

বিয়ানীবাজার সংবাদদাতা: বিয়ানীবাজারে ট্রাকভর্তি চিনি ডাকাতির ঘটনায় ১১ জনের নামোল্লেখসহ থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার মামলাটি করেন চিনির মালিক নজরুল ইসলাম। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৮০ বস্তা চিনি উদ্ধার ও একটি পিকআপ জব্দ করে। এমনকি ঐ রাতেই এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ধৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসাইনপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে বর্তমানে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামের লিচুটিলাস্থ ছাত্তার মিয়ার বাড়ির ভাড়াটে মো. লিটন মিয়া (২৬), বড়লেখা উপজেলার শাহবাজপুর বোবারগুল এলাকার মোস্তফা উদ্দিনের ছেলে বর্তমানে সুপাতলা গ্রামের বাসিন্দা হাসান (২১)। গতকাল বুধবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার অংশের চারখাই লালপুর এলাকায় সরকারি নিলাম থেকে কেনা বিয়ানীবাজারের নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকার ৪শ’ বস্তা চিনি ও চিনি বহনকারী একটি ট্রাক অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিনি ছিনতাইকান্ডে উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীল একাধিক নেতার সংশ্লিষ্টতার বিষয়টি ওঠে আসে।
প্রথম দিকে পুলিশ চিনি উদ্ধারে নানা টালবাহানা করলেও শেষপর্যন্ত প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে রহস্যজনকভাবে ১১ জনের নামে মামলা নেয়। এ নিয়ে এজাহারভুক্ত আসামীদের কেউ কেউ ইতিমধ্যে ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের জড়িত থাকার বিষয় উল্লেখ করে ফেইসবুক লাইভে তাদের নাম ঘোষণা করার স্ট্যাটাস দিয়েছেন। সব মিলিয়ে চিনিকান্ডে কয়েকদিন থেকে টক অব দ্য বিয়ানীবাজার।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এমনকি পৌরসভার দুটি স্থান থেকে ৮০ বস্তা চোরাই চিনি উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় প্রকৃত জড়িতরা শক্তিশালী হলেও ছাড় পাবেন না।