নগরীতে স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৬:১৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর কুয়ারপাড় এলাকায় গাভিয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে আরাব আহমদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি কুয়ারপাড় এলাকার সাবের আহমদের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইঙ্গোলাল সড়কের গাভিয়ার খালে এ দুর্ঘটনা ঘটে। সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে কুয়ারপাড়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেই জমে যায় হাঁটু সমান পানি। সবার অগোচরে সাবেরের ২ বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খুঁজে বের হলে তাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানির ¯্রােতের ভাটির দিকে আরাবের দেহ ভাসতে দেখা যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।