টিলাগড় এলাকায় টান টান উত্তেজনা
কাউন্সিলর আজাদের বাসায় ভাঙচুর, গ্রেফতার ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১:০২:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে। আজাদুর রহমান আজাদের অনুসারীদের দাবি, চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করায় এ হামলা হয়েছে। অন্যদিকে, এর জেরে আরো এক ছাত্রলীগ নেতার বাসায় হামলার ঘটনার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে কাউন্সিলরের বাসায় হামলার জন্য স্থানীয় মজিদ ডাকাতের উত্তরসূরি চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর সাথে টিলাগড়ের রাজনীতির সাথে জড়িত ছাত্রলীগের কতিপয় কর্মীও রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
কাউন্সিলর আজাদের অনুসারীদের অভিযোগ, শেখ নজরুল ইসলাম ওরফে বিজয়, রাব্বী, রিয়াজুল, সুহেল, নাসির, সামাদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে কাউন্সিলর আজাদের পৈতৃক ভিটায় হামলা চালায়। পরে নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাঁচ ভাঙচুর করা হয়। একই সঙ্গে বৃহস্পতিবার রাতে আজাদের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আজাদের অনুসারীরা জড়ো হলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এতে আজাদের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হন।
টিলাগড় এলাকার বাসিন্দা প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি আজাদের বাসায় গিয়ে সহমর্মিতাও প্রকাশ করেছেন। তিনি বলেন ‘যারা হামলা করেছে, তারা চোর-ডাকাত; কোনো গ্রুপের (দল) নন। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্টদের অনুরোধ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আজাদ বলেন, ‘যারা হামলা চালিয়েছে তাদের পূর্বপুরুষরাও চুরি-ডাকাতি, মাদক, চাঁদাবাজি, হামলা-দখলবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। বংশানুক্রমে চিহ্নিত ওই অপরাধীচক্র বেপরোয়া হয়ে উঠায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছেন। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। ওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছে। ’
এদিকে, কাউন্সিলর আজাদের বাসায় হামলার জেরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদ এর বাসায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ছফু নিজেই। তিনি জানান, শুক্রবার জুমার পর ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার শাপলাবাগস্থ বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের জানালার গ্লাস ও বাসার সামনে থাকা গাড়ি ভাঙচুর করে।
শাহপরান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, কাউন্সিলরের বাসায় হামলার ঘটনায় সকাল থেকেই টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। শাপলাবাগে সাবেক এক ছাত্রলীগ নেতার বাসায় কিছুসংখ্যক লোক জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নজরুল, রাহেল, তারেক আহমদ ও ফুজায়েল নামের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নিন্দা : সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এক বার্তায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর টিলাগড়ে আজাদুর রহমান আজাদের নিজ বাসাসহ অন্যান্য জায়গায় দুর্বৃত্তদের পরিচালিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আজাদুর রহমান আজাদ সিলেট সিটি কর্পোরেশনের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেটের একজন জনপ্রিয় নেতা। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বাসাসহ অন্যান্য জায়গায় যে সন্ত্রাসী হামলা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাসীদের একমাত্র পরিচয় সন্ত্রাসী। সকল অবস্থায় সকল ধরনের সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ ।
জেলা ও মহানগর যুবলীগ : এ ন্যক্কারজনক ঘটনায় সিলেট জেলা ও মহানগর যুবলীগের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পৃথক বার্তায় জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার অহ্বান জানান।
জেলা ও মহানগর ছাত্রলীগ : মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা মধ্যরাতে এ হামলা ও ভাঙচুরের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।