ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১টি পদ শূন্য, স্বাস্থ্যসেবা ব্যাহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৪, ১২:২৮:৩৬ অপরাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হাওরবেষ্টিত ভাটি অঞ্চল ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকটে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসক, উপসহকারী মেডিকেল অফিসারসহ ৫১টি পদ শূন্য রয়েছে। সেবা না পেয়ে অনেকেই দূরবর্তী নেত্রকোনা-ময়মনসিংহে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৬ জনের মধ্যে কর্মরত আছেন ৯৫ জন। বাকি ৫১টি পদ শূন্য রয়েছে। যার মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট গাইনি, মেডিকেল অফিসার দুইজন, মেডিকেল অফিসার ইউনানী, ডেন্টাল সার্জন পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এছাড়া, অন্য পদসহ উপসহকারী মেডিকেল অফিসারের ১০টি পদ শূন্য রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ধনীরা জেলা শহর অথবা পার্শ¦বর্তী নেত্রকোনা ও ময়মনসিংহে গিয়ে চিকিৎসা নিতে পারলেও গরিব রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে, লোকবল সংকটের সুযোগে হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার। নি¤œ আয়ের মানুষ বাইরে চিকিৎসা নিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
হাসপাতালের জনবল সংকটের কথা স্বীকার করে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শষ্যার হলেও জনবল সেই অনুপাতে নিয়োগ দেয়া হয়নি। জনবল বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।