বন্যা দুর্গত এলাকায় স্বপ্ন ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ৯:২৩:২৭ অপরাহ্ন

সিলেটে বন্যকবলিত তিনটি এলাকায় দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন।
গতকাল শনিবার সিলেটের জকিগঞ্জ পৌরসভা, কানাইঘাটের রাজাগঞ্জ ও ঝিংগাবাড়ি ইউনিয়নে দেড়শো’ পরিবারে এ খাদ্যসামগ্রী বিতরণ করে সংস্থাটি। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, বিভিন্ন ধরনের মেডিসিন ও একটি টর্চ লাইট।
স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ মুখপত্র হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে পৃথক তিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য রোকন খান, উবায়দুল হক, রেজাউল হক হাফিজ মাওলানা সৈয়দ আলমগীর আহমদ, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আফতাব উদ্দিন খান, জকিগঞ্জ সাবআ সানাবিল ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামান রাজু, ঝিংগাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আবদুল লতিফ, ক্বারি আব্দুল হাই (রহ) হিজবুল্লাহ একাডেমির সভাপতি মাওলানা বিলাল উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম, ৪ নং ওয়ার্ড মেম্বার মাহবুব আহমদ চুনু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশী ও প্রবাসীদের সমন্বয়ে পরিচালিত স্বপ্ন ফাউন্ডেশন যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু শুধু ত্রাণ বিতরণই এ দুর্গতির স্থায়ী সমাধান নয়। ঘনঘন বন্যার কারণ অনুসন্ধান করে তা সমাধানের পথে সরকার ও জনপ্রতিনিধিদের হাঁটতে হবে।
সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী বলেন, ২০১৯ সাল থেকে স্বপ্ন ফাউন্ডেশন সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এ কার্যক্রম চালিয়ে যেতে তিনি সকলের দোয়া কামনা করেন। -বিজ্ঞপ্তি