গুলি বর্ষণকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ৭ সাংবাদিক সংগঠনের
সাংবাদিক তুরাব হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৪, ১১:১৫:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের সাংবাদিক, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এটিএম তুরাব হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুলাই) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সাতটি সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা সাংবাদিক তুরাবের ওপর গুলি বর্ষণকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।
তারা বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক তুরাবকে গুলি ছোঁড়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিকরা।’
সাংবাদিক নেতারা আরও বলেন, ‘আজ ৭টি সংগঠনের প্রতিনিধিরা এক ব্যানারে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, সাংবাদিকের ওপর আঘাত এলে তাদের পরিচয় এক।’ তারা তুরাবের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি সজল ছত্রী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওভারসীজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেটের (ওকাস) সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি (১) খালেদ আহমদ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি দিগেন সিংহ, দৈনিক জালালাবাদ পত্রিকার পক্ষ থেকে হুমায়ুন কবির লিটন প্রমুখ। সংহতি প্রকাশ করে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, জিয়াউস শামস শাহীন, এনামুল হক জুবের, বদরুদ্দোজা বদর, কামকামুর রাজ্জাক রুনু, সমরেন্দ্র বিশ্বাস সমর, আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, এমএ হান্নান, কবীর আহমদ সোহেল, মো. আফতাব উদ্দিন, ফারুক আহমদ, সোয়েব বাসিত, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়ছল আলম, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সুনীল সিংহ, আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, সাবেক ক্রীড়া সম্পাদক আহবাব মোস্তফা খান ও নূর আহমদ, সাবেক কার্যকরি সদস্য আশকার আমিন ইবনে রাব্বী, সিলেট সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, অর্থ সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাশ জয়, কার্যকরি সদস্য শাহীন আহমদ ও মাহমুদ হোসেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, মোহাম্মদ আশরাফুল কবির ও মো. মঈন উদ্দিন মনজু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, ক্রীড়া জহিরুল ইসলাম মিশু, কার্যকরি সদস্য আব্দুল হাসিব, মাহমুদ খান।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাব সদস্য আনাস হাবিব কলিন্স, সিন্টু রঞ্জন চন্দ, মুনশী ইকবাল, নওশাদ আহমদ চৌধুরী, মানাউবি সিংহ শুভ, লুৎফুর রহমান তোফায়েল, এ কে কাওছার, মামুন পারভেজ, মো. মারুফ হাসান, শফিক আহমদ শফি, সাকিব আহমদ মিঠু, অনিল কুমার পাল, মামুন হাসান, সহযোগী ইফতেখার মো. নাবিল, শিপন আহমদ, রতœা আহমদ তামান্না, সাংবাদিক ইয়াহইয়া মারুফ, ফায়যুর রাহমান, শহিদুল ইসলাম সবুজ, আহমদ রুবেল, টুনু তালুকদার, রেজওয়ান আহমদ, ইমন, ফারুক মিয়া, এস আলম আলমগীর, শামীম হোসেন সামি, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, নাওয়াজ মারজান, হোসাইন ফাহিম, মেহেদি হাসান জনি, সুহেল, আব্দুল আহাদ, মো. আশরাফ উল্লাহ, পিংকু, অপু বণিক, জাবেদ এমরান, জুলফিকার তাজুল, আজমল আলী, মৃণাল কান্তি দাস, মোশাহিদ আলী, লবীব আহমদ, আবুল হোসেন, সুব্রত দাস, রায়হান আহমদ, এমএ ওয়াহিদ চৌধুরী, রানা মজুমদার বাপ্পি, এমজেএইচ জামিল, দাইয়ান চৌধুরী, আজহার উদ্দিন শিমুল, জয়ন্ত কুমার দাস, পল্লব ভট্টাচার্য্য, সাকিব আহমদ, তারেক আহমদ, সাকিব আল মামুন, মো. মারুফ, মোজাম্মেল হোসেন, রেজা রুবেল, মাসুদ আহমদ রনি, শহিদুল ইসলাম সবুজ, মো. পারভেজ খান, জহিরুল হক মিশু, আব্দুল হাসিব, মোহিদ হোসেন, সালমান আহমদ সোহেল, শহিদুর রহমান জুয়েল, সত্যজিত দত্ত চৌধুরী, মাহমুদ হোসেন খান, জসিম উদ্দিন, মো. আশরাফ আহমদ, হাসান শিকদার সেলিম, রাহেল আহমদ, কামাল হোসেন মিঠু প্রমুখ।