সিলেটে ‘মার্চ ফর জাস্টিস’-কর্মসূচিতে বাধা
সুবিদবাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ২০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৫:৫৪:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে এ ঘটনায় আটকের খবর পাওয়া যায়নি। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে ছাত্র-জনতা হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা গুম-খুনের প্রতিবাদে এবং এসব ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীদের গতকাল বুধবার দুপুরে পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে আহবান জানায়।
কিন্তু, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর সোয়া ১২টার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন। শিক্ষার্থীর হাতে তখন বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড ছিল। এগুলোর মধ্যে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘লাশের হিসেব কে দেবে, কোন কোটায় দাফন হবে’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে’-প্রভৃতি স্লোগান লেখা আছে। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা নগরীর সুবিদবাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাঁদের পথ রোধ করেন। শিক্ষার্থীরাও সুবিদবাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিত-া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। বেশ কিছু সময় মীরের ময়দান, সাগরদিঘীরপাড় এলাকায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, তাঁদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে তাঁদের কয়েক নারী শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে তিনি আহতদের কারও নাম-পরিচয় তাৎক্ষণিক দিতে পারেননি।
সিলেট-মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন তখন শিক্ষার্থীরা পুলিশের উপর হামলা চালায়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রণের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানোর গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।