সিলেটের চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান, বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৩:৩১:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সিলেট নগরীর চৌহাট্টায় ছাত্র-জনতার ঢল নেমেছে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে লোক সমাগমও।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২ টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা হাজির হতে থাকেন।একপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকীও দলবল নিয়ে আন্দোলন কর্মসুচিতে যোগ দেন।
‘বিক্ষোভ মিছিল’ করার ঘোষণা দেওয়া হলেও মিছিলের পরিবর্তে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পাশেই সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান তুলে। পুলিশের দিকে তেড়েও যায় কয়েকজন। একপর্যায়ে পিছু হঠে পুলিশ।
বেলা তিনটার সময় তুমুল বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীদের অনড় দেখা গেছে। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌহাট্টা পয়েন্টে হাজারো ছাত্র-জনতা অবস্থান করে বিক্ষোভ করছিলো।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোন নাশকতামূলক ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীরা শান্তিপুর্ণভাবে কর্মসুচি পালন করলে পুলিশ তাদের বাধা দিবে না। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।