ঢাকাদক্ষিণ সরকারি কলেজে এরশাদ আলীকে অবাঞ্ছিত ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ১:৪৮:০৭ অপরাহ্ন
শিক্ষক-কর্মচারিদের সম্পর্কে মানহানিকর মন্তব্য ও গোপনীয় তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া, অনিয়ম ও দুর্নীতি এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভক্তি সৃষ্টির অভিযোগে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এরশাদ আলীকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।
গতকাল বুধবার বেলা ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারিদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক ইউসুফ আলীর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস আহমদের পরিচালনায় সভায় শিক্ষকরা বলেন, শিক্ষক-কর্মচারিদের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড ছাত্রদের হাতে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া বিকৃত ও ভারসাম্যহীন মানসিকতার পরিচয়। সহকর্মীদের কথোপকথন রেকর্ড করে রাখা এবং পরে তা ছাত্রদের হাতে দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া মানহানিকর এবং আইন অনুযায়ী দন্ডণীয় অপরাধ। তিনি ক্ষমা প্রার্থনা এবং সংশোধিত না হয়ে আসা পর্যন্ত তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষক-কর্মচারিবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, কুলসুমা বেগম, একেএম মাহমুদুল আলম মারুফ, প্রভাষক মোহাম্মদ আল মাসুদ, শারমিন আক্তার মুক্তা, সাইদ আহমদ হাসান রিমন, নন্দিতা পাল, শতাব্দি চক্রবর্তী, মনির আহমদ, নাজমা খাতুন, বিধান চন্দ্র দাস, সাইফুল ইসলাম, নিরুপম চক্রবর্তী, ইউনুছ চৌধুরী, আব্দুল কুদ্দুস, লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম শোয়েব, অফিস সহকারী আবুল কালাম লিমন, অফিস সহায়ক মোশারফ হোসেন, সুমন আহমদ, সুমন মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদের ক্ষোভের মুখে এরশাদ আলী গত ২৫ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপূর্বে শিক্ষক-কর্মচারিদের সভায় তাঁর বিরুদ্ধে শিক্ষকরা আর্থিক অনিয়ম, ছাত্রলীগের কতিপয় ছাত্রদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে শিক্ষকদের শাসানো, তাঁর বিরুদ্ধাচারণ করা শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন বিভাগের শিক্ষকদের ভুয়া বিল ভাউচারে টাকা দিতে বাধ্য করা, চলমান একাদশ শ্রেণির ভর্তিতে প্রতি শিক্ষার্থীর থেকে ১শ’ টাকা করে অতিরিক্ত নেয়াসহ নানা অনিয়মের কথা সভায় তুলে ধরেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক সিলেটের ডাক-এর ৪র্থ পৃষ্ঠায় গত ২৩ আগস্ট প্রকাশিত ‘ঢাকা দক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো. এরশাদ আলী। নিজেকে এখনো ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে প্রতিবাদলিপিতে তিনি স্ববিরোধী বক্তব্য উপস্থাপন করেছেন।
প্রতিবাদলিপির একাংশে তিনি বলেন, কলেজে ‘সন্ত্রাস ও নাশতকা প্রতিরোধ সভা’ তিনি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে করেছেন। আবার প্রতিবাদলিপির পরের লাইনেই তিনি বলেন, সভা আহবান তিনি করেননি, তার অনুমতি ব্যতিত স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সভা আহবান করেছেন। প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেন, তিনি কোন অনিয়মের সাথে জড়িত নন এবং ভিত্তিহীন ও তদন্ত রিপোর্টবিহীন অনিয়মের অভিযোগ মানহানিকর। তার অভিযোগ, বিভাগীয় প্রধানরা টাকা উত্তোলন করে তাকে দায়ী করছেন, একাদশ শ্রেণির ১শ’ টাকা ক্লাব ফি উত্তোলন করে ভর্তি কমিটির নিকট রশিদ প্রদান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি।