বঙ্গবীর ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী পালিত
‘ওসমানী কেবল সিলেটের নয়, তিনি পুরো বাংলাদেশের গর্ব’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপের্টার : সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সিলেটের কৃতিসন্তান, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী। পৃথক কর্মসূচির মধ্যে ছিলো ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মোনাজাত, খতমে কোরআন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ। পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখ- স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী। একাত্তরের দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে যার রণকৌশল ও নেতৃত্বে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। আজকের দিনে বঙ্গবীর ওসমানীর মত দেশপ্রেমিক মানুষের বড়োই প্রয়োজন। তাঁকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ।
ওসমানী জাদুঘর : বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘরের উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার ওসমানী জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) বলেছেন, জেনারেল ওসমানী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন। তাঁর সুষ্ঠু পরিকল্পনা ও সুদক্ষ নেতৃত্বে দ্রুতগতিতে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী যোদ্ধা পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করে ৯ মাসেরও কম সময়ে বিস্ময়কর বিজয় অর্জন করেন। তিনি আরো বলেন, ওসমানী কেবল সিলেটের নন, তিনি পুরো বাংলাদেশের গর্ব। এ মহান কর্মবীরের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আরিফুল হক চৌধুরী।
ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, ওসমানী গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড সিলেটের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, গণগ্রন্থাগার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক দিলিপ কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জালালাবাদ নোয়াকুরুম জামে মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুর রহমান।
জাতীয় জনতা পার্টি : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টি শ্রদ্ধাঞ্জলিসহ নানা কর্মসূচি পালন করে। গতকাল বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মরহুমের কবরে পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহ-সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ খান, দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, সিলেট মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম: সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভায় বঙ্গবীর ওসমানীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ এম.এ মতিন, সিনিয়র সদস্য আনোয়র উদ্দিন বুরহানাবাদী, সাবেক মেম্বার ইর্শাদ আলী, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্ত্তী এডভোকেট, রিয়াজ উদ্দিন আহমদ, প্রিন্স বাহার আহমদ চৌধুরী, শওকত আলী প্রমুখ।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ : মহান মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চীফ জেনারেল এম এ ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট। গতকাল রোববার দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হয়। বাদ আছর জেনারেল ওসমানীর মাজার জিয়ারত শেষে হযরত শাহজালাল (রহ.)’র মাজার জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবীর ওসমানী ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ভারতে চিকিৎসাধীন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহ-সভাপতি মো. আব্দুল মালিক, মাওলান আব্দুল খালিক, হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ^রী, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, হাফিজ আব্দুস সালাম, হাফিজ জমির উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মাওলানা দেলোয়ার হোসেন, কাজী সিরাজ উদ্দিন, মাওলানা ক্বারী কামাল উদ্দিন, হাফিজ আব্দুন নূর, মাওলানা নুরুল ইসলাম, ক্বারী আব্দুল লেইছ প্রমুখ।
ওসমানী’র জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি আলহাজ¦ ডা. এম এ রকিব, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক এম এ মতিন, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার চৌধুরী, সদস্য লুলু কামালী, সাহেদা বেগম, লুৎফুর রহমান কামালী আবু তাহের প্রমুখ। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।