সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত এসপি
‘কাউকে দুর্নীতি করতে দেব না, থানা হবে দালালমুক্ত’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, কতিপয় পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণের কারণে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থার সংকট সৃষ্টি হয়েছে। জনগণকে পুলিশের প্রতি আস্থাশীল হিসেবে গড়তে চাই। যাতে পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হতে পারে। জনগণের পাশে দাঁড়াতে পারে। এজন্যে আমরা নতুন করে পুলিশকে সাজাতে চাই। যে পুলিশ হবে জনগণের। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না।একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি নতুন করে পুলিশকেও গড়তে হবে। এজন্য সাংবাদিকসহ সবার সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।
তিনি গতকাল রোববার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় নবাগত এসপির সামনে সিলেটের বহুল আলোচিত চিনি চোরাচালান, ছাত্রলীগের অস্ত্রবাজি, থানার ওসিদের দুর্নীতি, পুলিশের পোস্টিং এ দুর্নীতির বিষয় তুলে ধরেন। এছাড়াও সিলেটের নানান বিষয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কথা বলেন।
জবাবে পুলিশ সুপার বলেন, আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। থানায় কিংবা জেলায় কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি -অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স। থানা এলাকায় দালালদের উৎপাত বন্ধ করা হবে। প্রবাসীরা সকল সেবা নির্বিঘেœ পাবেন। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবো। অপরাধে যেই জড়িত থাকুক না কেন কোনো ছাড় নয়। মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষè নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকা-ের সুষ্ঠু বিচারের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, অনাকাক্সিক্ষতভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি। সাংবাদিকদের জন্য এসপি অফিসের দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গেল ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান। ৩০ আগস্ট বিদায়ী এসপির কাছ থেক দায়িত্বভার গ্রহণ করেন মাহবুব। তিনি এর আগে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। তিনি এতোটাই বৈষম্যের শিকার হয়েছিলেন যে, ১৮ বছরের চাকরি জীবনের সাড়ে চৌদ্দ বছরই পুলিশ সদর দপ্তরে পোস্টিং ছিল।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল-আজাদ ও হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের স্টাফ রিপোর্টর সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বদরুদ্দোজা বদর ও সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ইমজার সভাপতি সজল ছত্রী,অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাসির উদ্দিন, ভোরের কাগজের খালেদ আহমদ, এখন টিভির গুলজার আহমদ, খবরের কাগজের শাকিলা ববি, নয়াদিগন্তের এমজেএইচ জামিল প্রমুখ বক্তব্য দেন।