শান্তিগঞ্জ সমিতি সিলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:০১:১৪ অপরাহ্ন
সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসী সমন্বয়ে গঠিত ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর মদিনা মার্কেটস্থ একটি রেষ্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সমিতির আহবায়ক ও পুবালী ব্যাংক লিঃ সিলেট সরকারী মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গ্রামীণ হাসপাতাল প্রাঃ লিঃ এর ভাইস-চেয়ারম্যান এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির কার্যক্রমকে গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহের জন্য সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সমিতির ব্যপারে অবগত করার জন্য ফেইসবুকে প্রচারণা চালানো, গঠনতন্ত্র প্রণয়নসহ সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
সভায় উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, বাংলাবজার স্কুল এন্ড কলেজ ছাতকের প্রিন্সিপাল সোহেল আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সমীরন দাস, এম. সুয়েব আহমদ, নিজাম উদ্দিন, বদরুল আলম টিপু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ ইকবাল হোসেন, মোঃ তোফাজ্জল ইসলাম কিবরিয়া, দানিয়েল হাসান, সৈয়দ আলী জাবেদ, মোঃ হেলাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এওয়ার হোসেন হৃদয়, সাবেক কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আজমল আহমদ, সাবেক সমাজসেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজমল হোসেন শাহীন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, সদস্য মশিউর রহমান জায়গীরদার মিঠু, বশির আহমদ, মোঃ রেজুওয়ানুল হক, মোঃ তালেব হোসেন, ফিরুজ মেম্বার, জুসেল আহমদ, ভুলেন কান্তি তালুকদার, মোঃ ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শাহজাহান, মোহাম্মদ আতিকুর রহমান, হুসাইন আহমেদ মিশেল, আব্দুল গফফার, মাহফুজ আহমেদ, হুমায়ূন কবির, গীতিকার ছামির আহমেদ, এইচ কে রুবেল আহমদ, মাহফুজ আহমদ, মোঃ সাপ্তাব মিয়া, শাহ আলম, মোঃ শামীম আহমদ, রুজেল আহমদ, মোঃ ওয়াসিম উদ্দিন, মোঃ আবু সুফিয়ান রাহুল, আবু ছাদেক, মোঃ সায়েকুল ইসলাম লোকমান, ফয়সল আহমদ, মির্জা মোঃ আওলাদ বেগইশতিয়াক আহমদ চৌধুরী ও শাহাদাত মিয়া প্রমুখ।
সভায় সংগঠনের সংবিধান প্রণয়নের জন্য সমিতির সাবেক সহ সভাপতি রোটারিয়ান আলমগীর হোসেনকে আহবায়ক, সাবেক যুগ্ম সম্পাদক দানিয়েল হাসানকে সদস্য সচিব, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান ও সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবনকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। উনাদের এক মাসের মধ্যে সংবিধানের খসরা সাধারণ সভায় প্রস্তাব করার অনুরোধ করা হয়। -বিজ্ঞপ্তি