বিশ্বনাথে জামায়াত নেতা গোলাম রব্বানী হত্যা
১১ বছর পর সাবেক প্রতিমন্ত্রী শফিকসহ ৭২ জনের নামে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৪:২৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে ২০১৩ সালে পুলিশ, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের ৪নং ওয়ার্ড সেক্রেটারি গোলাম রব্বানী। এ ঘটনার দীর্ঘ ১১ বছর পর নিহতের চাচা বিশ্বনাথ উপজেলা জামায়াতের বর্তমান সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদী হয়ে সিলেটের আমলী আদালত নং-৩ এ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় গতকাল মঙ্গলবার এ মামলা দায়ের করেন। সিআর মামলা নং ২৬৮/২০২৪ (বিশ্বনাথ)।
বাদীর আবেদনের প্রেক্ষিতে এই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত তাসনিম বিশ্বনাথ থানাকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য আদেশ প্রদান করেন। মামলায় বিগত সরকারের বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, বিশ্বনাথ থানার তখনকার ওসি মো. আবুল কালাম আজাদসহ ৭২ জনের নাম উল্লেখ করে এবং পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মতিউর রহমান আদালতে লিখিত এজাহারে উল্লেখ করেন, নিহত গোলাম রব্বানীর আপন চাচা হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মুক্তি এবং দেশব্যাপী চলমান গণহত্যা বন্ধের প্রতিবাদে ২০১৩ সালের ২০ মার্চ সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে জামায়াত নেতা কর্মীরা বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে জামায়াতের পূর্ব ঘোষিত কর্মসূচি বানচাল করতে আসামীরা গুলি, বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাদীর ভাতিজা খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের ৪নং ওয়ার্ডের সেক্রেটারি গোলাম রব্বানী (২৮) নিহত হন এবং জামায়াত শিবিরের একাধিক লোকজন গুলিবিদ্ধ ও জখম হন।
মামলার এজাহারে বাদী আরো উল্লেখ করেন, এ ঘটনায় পুলিশ নিজেরা বাদী হয়ে ছাত্রজনতা এমনকি নিহত গোলাম রাব্বানীকেও আসামী করে বিশ্বনাথ জি.আর. ৫৩/১৩ইং মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে পুলিশি নির্যাতনের ভয়ে বাদীসহ জখমীগণ পলাতক ছিলেন। পরে বাদী বিশ্বনাথ থানায় মামলা করতে চাইলে পুলিশ বাদীর মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। বিগত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে বাদী আদালতে সুবিচারের আশায় এই অভিযোগ দায়ের করেন।