ভারতে পাচারকালে দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২:৪২:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজার উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়ন এরএকটি দল অভিযান চালিয়ে ভারত পাচারকালে ইলিশ মাছ আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে দোয়ারাবাজারের বাংলাবাজার বিজিবি ক্যাম্পের টহলদল স্থানীয় ঘিলাতলী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ভারতে পাচারকালে পরিত্যক্ত অবস্থায় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেন তারা। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা।
বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশের অন্তর্র্বতঅীকালীন সরকারের নির্দেশনা মতে সীমান্তে নিরাপত্তা রক্ষাসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত ইলিশ স্থানীয় কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।