সিলেটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
সিলেটের সাংবাদিকরা দেশ বিনির্মাণে আত্মত্যাগের নজির সৃষ্টি করেছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩:২০:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, অতীত নয়, সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে;তা ধারণ করে সরকার ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের চোখ ও কান হিসেবে সংবাদ মাধ্যমকেও সরকারের পাশে থাকতে হবে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সভার শুরুতে পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সিলেটের সাংবাদিকরা দেশ বিনির্মাণে আত্মত্যাগের নজির সৃষ্টি করেছেন। এই আত্মত্যাগের বিনিময়ে প্রমাণ করেছেন সিলেটের সাংবাদিক সমাজ দেশের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন জেলা প্রশাসক। এসময় তিনি প্রবাসী অধ্যুষিত সিলেট নিয়ে বলেন, সারাদেশে ডিসি অফিসে প্রবাসী ডেস্ক থাকলেও সিলেটের জন্য তা আলাদাভাবে দেখা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত সমাধান হবে। সিলেট-ঢাকা ছয় লেনের সড়কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে দৃশ্যমান ভালো খবর পাওয়া যাবে। বিআরটিএ, ভূমিসহ সড়কের যানজট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করারও ঘোষণা দেন তিনি। একই সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে অংশ নেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, সাংবাদিক হাসিনা বেগম, অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, এম এ মতিন, কাউসার চৌধুরী, কবির আহমদ, নূর আহমদ, গুলজার আহমদ, হুমায়ুন কবির লিটন, আজহার উদ্দিন শিমুল, নুরুল ইসলাম, আব্দুল আহাদ, শাহজাহান সেলিম বুলবুল, মোশাহিদ আলী, জাবেদ ইমরান, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া, সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।