হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৬:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এর আগে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। এ সময় তিনি বলেন, আমি শুনেছি এখানকার পিআইসি নিয়ে চালাকী হয়। সবাই চায় পিআইসি। আসলে পিআইসি পাবে ওই হাওরে থাকা জমির কৃষকেরা। কৃষক তার ফসলরক্ষা করতে কীভাবে বেড়িবাঁধ হবে তা সে ভাল বুঝে। কৃষকের পরামর্শ নিয়ে বেড়িবাঁধ নির্মাণ হবে। তিনি বলেন, প্রতিবছর জলে টাকা ফেলছি আমরা। এটাকে সকলে মিলে স্থায়ী কিছু করার চিন্তা করতে হবে। আগামীর চ্যালেঞ্জগুলোর উত্তরণের জন্য সকলে মিলে উদে্যাগ নিতে হবে। আমরা যারা জেলা ও উপজেলা প্রশাসনে আছি, আমরা আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কবি ও লেখক সুখেন্দু সেন, অলিউর রহমান বকুল, এডভোকেট আসাদুল্লাহ সরকার, নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোনায়েম খান, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সংগঠনের কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক মিলন, কলি তালুকদার আরতি, শহীদ নুর আহমদ, নির্মল ভট্টাচার্য্য, জামালগঞ্জ উপজেলা সভাপতি শাহানা আল আজাদ, তাহিরপুর উপজেলার সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, মাসরুম, শান্তিগঞ্জ উপজেলার নজরুল ইসলাম, জিয়াউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার হাসান বশির, সামছুল ইসলাম সর্দার, মাইদুল খান, রাধিকা রঞ্জন তালুকদার, নুরুল আজিজ, মিজবাহ উদ্দিন, আব্দুল হাই।