দানবীর ড. রাগীব আলীর সাথে হাজী রাশিদ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১:২৯:৩৮ অপরাহ্ন
হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বরেণ্য শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। গতকাল সোমবার দানবীর ড. রাগীব আলীর বাংলোতে তারা সাক্ষাৎ করেন।
হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র মো. আমিনুল ইসলামের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইমরান হোসাইন, মো. বাবলু মিয়া, সাইমুম বিল্লাহ, মো. হারুন মিয়া, প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ছালিক আহমেদ, শাহিন আহমেদ, বিলাল মির্জা, বেলাল তালুকদার, শেখ লায়েছ, মুমিন, রনি, মারুফ, সুহেল, ফজলু, মাসুম, রমজান, জামিল, মিজান, শিপন, সারজান, মকবুল, মুস্তাকিম, মাহফুজ, রিদুয়ান প্রমুখ।-বিজ্ঞপ্তি