ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে : মিজান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৫:৩৭:১৫ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা ও অপশাসন অতীতের সকল স্বৈরাচারকে ছাড়িয়ে গিয়েছিল। খুনী হাসিনা ও তার দোসররা জনগণের ভোটে ক্ষমতা থাকতে পারবেনা জেনেই জোর করে ক্ষমতায় থেকেছে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাসিনার দাম্ভিকতা ও অহংকারকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিগত ১৬ বছরে দেশে সংঘটিত সকল গণহত্যা, খুন-গুম ও জুলুমের দায়ে হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা হাসনাবাদ বাজারে কালারুকা ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত ও ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আংগুর ও জসিম উদ্দীন সালমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান আমরু, নুরল হক, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, সালেহ আহমদ, আশরাফুল ইসলাম, সফিক আহমদ, আরশ আলী মেম্বার, জালাল উদ্দীন, সিরাজুর রহমান, কালা মিয়া, মুজিবুর রহমান, লায়েক চৌধুরী, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, জেলা যুবদল নেতা জিল্লুর রহমান মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমদ, মানিক মিয়া, কামাল হোসেন, আবু শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, নুরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান, খালেদ মাসুদ সুজন, ওলিউর রহমান আলেক, রফিক রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, আলা উদ্দীন, শাহ কামাল, ইউনিয়ন যুবদল নেতা সুজন মিয়া, রইছ উদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, আব্দুল হেকিম, শাহ কামাল, আলা উদ্দীন, সিলেট মহানগর ছাত্রদল নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা মাহদী ইসলাম রায়হান ও কাহার ঊদ্দীন প্রমুখ।
সমাবেশে কালারুকা ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।