দিরাইয়ে জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৪:৫৭:৫০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে সরকারি জায়গা ও পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল হক (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। গতকাল শুক্রবার বেলা ২ টায় উপজেলার মাতারগাঁওয়ের মকবুল আলম ও শামসুল হক (লিটন) গ্রæপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মইনুল হক উপজেলার মাতারগাঁওয়ের মৃত আব্দুল হান্নানের ছেলে। সংঘর্ষে আহত আবু মিয়া (৫০), তাওহীদ মিয়া (১৯), সায়মন মিয়া (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষ ও মামলা-মোকদ্দমা ছিল। এরই জেরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে শামসুল হক লিটনের পক্ষের নঈমুল হক ঘটনাস্থলেই মারা যান। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন জানান, নিহত ব্যক্তির শরীরে গুলির চিহ্ন রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।