সিলেটে পর্যটনের অপার সম্ভাবনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৪:১০:২৬ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলা উদ্বোধন
——————দানবীর ড. রাগীব আলী
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব ৪র্থ বারের মতো আয়োজন করেছে পর্যটন মেলা ২০২৪। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেন, সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। সিলেটের বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য দেশ-বিদেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। লোকাল হ্যারিটেজ ব্রান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে সিলেট হবে পর্যটকদের অন্যতম গন্তব্য। বর্তমান বিশে^ পর্যটন শিল্প একটি দেশের আয়ের অন্যতম প্রধান খাত উল্লেখ করে বিশিষ্ট শিল্পপতি, অসংখ্য স্কুল কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, মানবকল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, এ শিল্প একটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তাই গুরুত্বপূর্ণ এ সেক্টরের উন্নয়নে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে সিলেটে পর্যটকদের নিরাপত্তা ও ভালো যোগাযোগ অবকাঠামো গড়ে তুললে এ শিল্প আরও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পর্যটন খাতে দক্ষ জনবল গড়ে তোলার প্রতি গুরুত্বআরোপ করে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য পর্যটন শিল্পে কর্মরত সকল কর্মীদের মধ্যে নিয়মিত ও খন্ডকালীন প্রশিক্ষণের আওতাভুক্ত করা দরকার-যাতে করে পর্যটন কর্মীরা উন্নত বিশ্বের ন্যায় পর্যটকদের প্রত্যাশিত সেবা প্রদানে নিজেকে প্রস্তুত করতে পারেন। এখাতে শুধুমাত্র সিলেটের প্রবাসীদের আস্থা অর্জন করতে পারলেই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই। নানান আকর্ষণীয় অফার ও বিশেষ ডিসকাউন্ট নিয়ে এবারের মেলায় অংশগ্রহণ করেছে ট্রাভেলার্স অব গ্রেটার সিলেট, সিলেট টি এন্ড ট্যুরিজম, নেকস্ট ট্রাভেলস, গালিভার এক্সপ্রেস, মুসাফির ট্রাভেল্স সিলেট, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, গ্রাসরোটস ট্যুরিজম, ট্রি টপ এডভেন্চার ফার্ম সিলেট, সিটি এভিয়েশন একাডেমি সিলেট এবং ট্রাভেল সিলেট। এবারের পর্যটন মেলার পৃষ্ঠপোষকতায় ছিল খান অটোস, ড্রিম এসোসিয়েট এবং এইচ বি এভিয়েশন। এবারের মেলায় পর্যটন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি সেবা গ্রহণের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ এবং মো. জাকির হোসেন, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ট্যুরিস্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।