শহীদ জিয়ার আদর্শই এদেশকে সঠিক পথে নিয়ে আসতে পারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৫:৪৬:৫৫ অপরাহ্ন

জিসাস এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
——————-এমরান আহমদ চৌধুরী
জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, যারা দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ;তাদেরকে মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে। এদের বিচার বাংলার মাটিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না। তারা দেশের গণতন্ত্র-নির্বাচন, আইনের শাসন, মানবাধিকার সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শই এদেশকে আবারো সঠিক পথে নিয়ে আসতে পরে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনাহার ইভা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশ আবারও তার গণতন্ত্রের পথে ফিরবে এবং বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, আজির উদ্দিন, উপদেষ্টা রফিকুল ইসলাম, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন। বিজ্ঞপ্তি