সিলেটে প্রকৌশলী, ঠিকাদার ও বাড়ি মালিকদের সাথে কেএসআরএম’র মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৫:৪৮:৩৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলের প্রকৌশলী, ঠিকাদার ও বাড়ি মালিকদের সাথে ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান কেএসআরএম কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কুলাউড়া মৌলভীবাজার, দক্ষিণ সুরমা ও সিলেট সদরে। এতে বিপুল সংখ্যক প্রকৌশলী, ঠিকাদার ও বাড়ি মালিক উপস্থিত থেকে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কেএসআরএম কর্মকর্তারা অংশগ্রহণকারীদের অভিযোগ, পরামর্শ শুনেন এবং বিদ্যামান সমস্যা দূর করে সম্ভাবনাগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কেএসআরএম সিলেট জোনের সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী, ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, মুরাদ মল্লিক, জ্যেষ্ঠ কর্মকর্তা হিতাংশু তালুকদার, মোকাম্মেল হোসেন। জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হকের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব আহমেদ ও আধুনিক হাসপাতালের পরিচালক মো. কায়েস আহমেদ। বিজ্ঞপ্তি