চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা চিনি উদ্ধার, আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ৬:১৯:১৩ অপরাহ্ন

রাজনগরে (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: রাজনগরের কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের ব্যক্তিগত গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলার গোডাউনে অভিযানের সময় কেয়ারটেকার মছকন মিয়াকে (৩৫) আটক করা হয়। উদ্ধারকৃত চিনির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
অভিযুক্ত আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লর রহমানের ছোটভাই। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। স্থানীয় ব্যবসায়ী রইছ মিয়া বলেন, দীর্ঘদিন থেকে কেয়ারটেকার মছকন চিনির ব্যবসা চালিয়ে আসছেন।
এ বিষয়ে কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমার ভাই সংসদ সদস্য ছিলেন। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যার কারণে এলাকায় আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সেই প্রতিহিংসা থেকে এলাকার কিছু অসাধু লোক রাতে আমার গোডাউনে চিনির বস্তা রেখে যায়। পরবর্তীতে পুলিশে খবর দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির বলেন, চিনি উদ্ধারের ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।