নগরীর পূজামন্ডপ পরিদর্শনে আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৪:২৩:১১ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে সিলেটের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া, গোপালটিলা মন্দিরসহ নগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছি। আমরা সকল প্রকার অপশক্তিকে নির্মূল করতে চাই। শুধু পূজা নয় পূজার পরেও আমরা সবাই একসাথে মিলে মিশে থাকবো। আমরা আপনাদের সেবায় সব সময় পাশে থাকবো। এখানে কোন সংখ্যালঘু থাকবে না, সবাই আমরা বাংলাদেশি, আমাদের সবার অধিকার সমান।-বিজ্ঞপ্তি