লিডিং ইউনিভার্সিটিতে দানবীর-রাগীব আলীর জন্মদিন উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ৯:০৮:৩৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর জন্মদিন উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার সকাল ১১টায় বিশিষ্ট শিল্পপতি, শিল্পসাহিত্যের বরেণ্য পৃষ্ঠপোষক, একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, বিশিষ্ট চা শিল্প উদ্যোক্তা ও উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে দানবীর ড. রাগীব আলী বলেন, সিলেট নগরী থেকে অদূরে দক্ষিণ সুরমার শহরতলীতে অবস্থিত লিডিং ইউনিভার্সিটি যেভাবে শিক্ষার আলো ছড়াচ্ছে; তার পিছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের অবদান রয়েছে। তিনি বলেন, উন্নত শিক্ষাদানের জন্য উন্নত ভবনের চেয়ে জরুরি কার্যকর ও গুণগত শিক্ষা ব্যবস্থাপনা। এ বিষয়ে সবাইকে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে এবং এ বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর দীর্ঘ ও সুস্থ কর্মময় জীবন কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান।
এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে এবং প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রাগীব আলীকে ট্রাস্টি বোর্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে যারা ষড়যন্ত্র ও ব্যর্থ চক্রান্তে লিপ্ত ছিলো তাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর গেস্ট এডিটর বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন।
সকাল ১১টায় দানবীর ড. সৈয়দ রাগীব আলী ক্যাম্পাসে পৌঁছলে তাকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউটস গার্ড অব অনার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পায়রা এবং বেলুন উড়ানোর পর ক্যাম্পাস প্রাঙ্গণে একটি শিউলী ফুলের চারা রোপণ করেন তিনি।
বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর।
কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ড. রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ দীন।
ট্রাস্টি বোর্ডের পক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শওকত জাহান চৌধুরী, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুম্পা শারমিন, ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান। ফুল দিয়ে আরও শুভেচ্ছা জানান ভর্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর কবির আহমেদ, রাগীবনগর এলাকাবাসির পক্ষে মো. জালাল আহমদের নেতৃত্বে প্রবীণ মুরুব্বিবৃন্দ এবং লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশনের উপদেষ্টা আশফাক আহমদ শোভনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহি মামুনের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে দানবীর ড. রাগীব আলীর বর্ণাঢ্য, কর্মময় ও ঘটনাবহুল জীবনালেখ্য নিয়ে মানপত্র পাঠ করেন আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম রাজ। পরে মানপত্রটি দানবীর ড. রাগীব আলীর হাতে তুলে দেন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিনগণ।
এসময় উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দানবীর ড. রাগীব আলী। অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং তাঁকে নিয়ে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম. এস. রহমান পীর এবং ট্রাস্টি বোর্ডের গবেষণা কর্মকর্তা জসিম আল ফাহিমের সম্পাদনায় ‘এক নজরে দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন দানবীর ড. রাগীব আলী।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা। বিভিন্ন দপ্তর প্রধানদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমেদ এবং ট্রাস্ট ব্যাংক সিলেটের কর্পোরেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তামাম হাসিব। এসময় ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহার জন্মদিনের কেক কাটেন দানবীর ড. রাগীব আলী।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদ, ড. রাগীব আলীর দৌহিত্র আজমাইন আব্দুল হাই, মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মো. আজম আলী, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ থেকে আগত বাউল শিল্পী মঈন উদ্দিন ও তার দল। পুঁথি পাঠ করেন ঢাকা থেকে আগত পুঁথি স¤্রাট জালাল খান ইউসুফী। গান পরিবেশন করেন রাগীব নগরের মো. রুবেল এবং লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা। ড. রাগীব আলীকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন আইন বিভাগের প্রভাষক মো. আশরাফ উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের গবেষণা কর্মকর্তা মো. জসিম আল ফাহিম, হিসাব সহকারি মো. হাসান আহমেদ, লাইব্রেরির সহকারি প্রশাসনিক কর্মকর্তা আবুল ফয়সাল চৌধুরী, অর্থ ও হিসাব শাখায় কর্মরত সিফাত বিনতে রহিম, পরিবহন শাখায় কর্মরত মো. মিজানুর রহমান এবং শরিফুল ইসলাম প্রমুখ।