এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৮:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এডহক কমিটির সভাপতি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানাকে। কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম।
গত বুধবার ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পর কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে ম্যানেজিং এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।
এছাড়া, মো. জয়নাল আবেদীনকে শিক্ষক সদস্য এবং হাজী আকবর আলীকে দাতা সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডহক কমিটি মেয়াদ ইস্যুর তারিখ হতে ছয় মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
নানা বিতর্কিত কর্মকা-ের কারণে কলেজের সর্বশেষ গভর্নিং বডি ছিল আলোচিত-সমালোচিত। এরই মধ্যে নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকা-ের কারণে পদত্যাগ করেছেন অধ্যক্ষ নজরুল ইসলাম।