কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবী উলামা পরিষদ সিলেটের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ১২:২৩:৩৯ অপরাহ্ন
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবী জানিয়েছে উলামা পরিষদ সিলেট। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. মাদ্রাসার হলরুমে উলামা পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বিথঙ্গলির পরিচালনায় পরিষদের মজলিসে শুরার সাধারণ অধিবেশনে এ দাবী জানানো হয়। অনুষ্ঠানে জেলার প্রায় অর্ধশত মজলিসে শুরার সদস্য উপস্থিত ছিলেন।
অধিবেশনে দেশ ও ইসলাম বিরোধী নানা ষড়যন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। বিশেষত সিলেট মহানগরীতে মিথ্যা নবী দাবীদার কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা ও তাদের (আহমদিয়া সম্প্রদায়ের) কার্যক্রম নিয়ে পরিষদের নেতৃবৃন্দ গভীর উৎকন্ঠা প্রকাশ করেন। তাদের হীনতৎপরতা বন্ধে বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ কাদিয়ানী সম্প্রদায়ের সকল কার্যক্রম বন্ধ করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য মজলিসে শুরার সদস্যবৃন্দ জোর দাবী জানান।
সভায় জাতিসংঘের সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা কার্যক্রম বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়। মুফতিয়ানে কেরাম ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মতবিনিময় করে এর শরয়ী দৃষ্টিভঙ্গি ও স্বাস্থ্যগত বাস্তব রিপোর্ট জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, পরিষদের সিনিয়র সহসভাপতি জামেয়া কাসিমুল দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুকুদ্দীন বড়বাড়ী, সহসভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, জামেয়া দারুল হুদার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসেমী, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ সাইফুল্লাহ, শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামিম আহমদ, দরগাহে হযরত শাহজালাল রাহ. মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ, জামেয়া মুহাম্মদিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা নূরুল হক, জামেয়া গোলাপগঞ্জের মুহতামিম মাওলানা ইকবাল হুসাইন, গাজী রহমতুল্লাহ, জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানী, সোবহানীঘাট মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, সুলতানপুর মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা তালেব উদ্দীন, জামেয়া মুখলিসিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ, দরগাহ মাদ্রাসার শিক্ষক মুফতী রশিদ আহমদ, দারুসসালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সেক্রেটারি মুফতী আব্দুর রহমান শাহজাহান প্রমুখ। -বিজ্ঞপ্তি