বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে নগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি বিশ্বনাথ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও এলাকার আরজান আলীর পুত্র রফিক আলী (৪২)। র্যাব-৯ এর মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিলেট কোতয়ালী থানাধীন ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকায় ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলনরত অবস্থায় ছিলেন। সে সময় বিগত সরকারের কিছু কর্মী ও সমর্থকরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এলোপাতাড়ি আক্রমণ ও গুলি করতে থাকে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থী পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলে নিহত হন। এ ব্যাপারে কোতয়ালী থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামী তিনি। এছাড়া, গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব। তাকে কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।