নগরী ও আশপাশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি শুরু হয়েছে। গত দু’দিন ধরে হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ভুক্তভোগি গ্রাহকরা বলছেন, সাধারণত অক্টোবর থেকে শুরু হওয়া শুকনো সিজনে বিদ্যুতের লোডশেডিং থাকে না বললেই চলে। গত ৫ আগস্টের পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কিছুটা অস্বস্তি দেখা দিলেও পরবর্তীতে সে সমস্যা সমাধান হয়। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
এদিকে, গত দু’তিন দিন ধরে সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। বিশেষ করে দিনভর নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, জেলরোড, বারুতখানা, শিবগঞ্জ, নয়াসড়কসহ বিভিন্ন জায়গায় লোডশেডিং হওয়ায় গ্রাহকরা দুর্ভোগের শিকার হন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গোলযোগ এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে, দু’একদিনের মধ্যেই তা সমাধান হবে বলে জানান তিনি।